Karishma : বাগদান সারলেন টলিপাড়ার জনপ্রিয় মুখ করিশ্মা
ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে এখন বলিউডে অনেক আলোচনা হচ্ছে। খুব শীঘ্রই নাকি বিয়ে করছেন রাজকুমার রাও ও পত্রলেখা। এর মধ্যে আবার একটি বিয়ের খবর। তবে এটা শুধু বিয়ের খবর নয়। বাগদান পর্বও সেরে ফেলা হল। বাগদান সেরে ফেললেন ছোট পরদার জনপ্রিয় মুখ করিশ্মা তান্না। শোনা যাচ্ছে, দীর্ঘদিনের প্রেমিক ও বিজনেসম্যান বরুণ বঙ্গেরার সঙ্গেই নাকি সেরে ফেলেছেন এনগেজমেন্ট। সূত্র মারফত জানা গেছে, ১২ নভেম্বর শুক্রবার রাতেই কাছের বন্ধুদের নিয়ে বাগদান সারেন অভিনেত্রী। যদিও করিশ্মা তান্না কিংবা বরুণ বঙ্গেরার পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে, ইনস্টাগ্রামে করিশ্মা আর বরুণের বন্ধুরা তাঁদের শুভেচ্ছা জানাতে ছবি শেয়ার করেছেন। যাতে দেখা যাচ্ছে ওভারসাইজ টি-শার্ট আর জিম প্যান্টে বরুণের কোলে বসে আছেন করিশ্মা! ক্যাপশনে লেখা, To infinity and beyond..... Congratulations babies।